Thursday, May 7, 2015

জামিন পেলেন সালমান

প্রথমে দোষী সাব্যস্ত, পরে পাঁচ বছরের জেল, তারপর জামিন। হিট অ্যান্ড রান মামলায় বুধবার একের পর এক খবর আসতে চলেছে। 


হিট অ্যান্ড রান কেসে পাঁচ বছরের জেল হয় সালমান খানের। সঙ্গে ট্রাফিক আইন লঙ্ঘন করায় ২৫ হাজার টাকার জরিমানা। 


পরে বোম্বে হাইকোর্টে দু দিনের অন্তর্বতী জামিন পেয়ে যান সালমান। শুক্রবার ফের বোম্বে হাইকোর্টে শুনানি হবে। 


নিম্ন আদালতের নিদ্রেশের নথি আসার পর ফের শুনানি হবে। মামলার ১৩ বছর পর দোষী সাব্যস্ত হয়ে সাজা পেলেন সালমান খান।


 আদালত মেনে নিল যে, দুর্ঘটনার দিন মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন সালমান খান। সালমানের বিরুদ্ধে সব অভিযোগ সত্য বলে মন্তব্য বিচারপতির।


 লাইসেন্স ছাড়াই তিনি গাড়ি চালাচ্ছিলেন। রায় শুনে কেঁদে ফেলেন সালমান। জামিনের জন্য হাইকোর্টে আবেদন করতে পারবেন। 


বুধবার বেলা ১১টা নাগাদ রায় ঘোষণা করেন সেশন কোটের্র বিচারক ডি. ডব্লিউ দেশপাণ্ডে। সালমানের বিরুদ্ধে ওঠা সব অভিযোগই প্রমাণিত হয়েছে।