Wednesday, May 6, 2015

আফ্রিদিদের ‘নির্লজ্জ’ আখ্যা দিল ভারতের মিডিয়া

পাকিস্তান ক্রিকেট দল ১১তম বিশ্বকাপে ভালো খেলতে পারেনি। কোয়ার্টার ফাইনালে উঠলেও আফ্রিদি-মিসবাহদের পারফরম্যান্সে দেশটির সনাবেক ক্রিকেটাররা সন্তুষ্ট ছিলেন না। 

তাদের সমালোচনায় মেতে উঠেছিলেন শোয়েব আখতার, ইমরান খান, ওয়াসিম আকরামের মতো তারকা ক্রিকেটাররা।

 বাংলাদেশ সফর নিয়ে আশাবাদী ছিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। কিন্তু তাদের আশায় গুলেবালি।


 ওয়ানডে ও টি-টোয়েন্টিতে টাইগারদের কাছে বাংলাওয়াশ হয়েছে পাকিস্তান দল। তারপরও বেতন বৃদ্ধির দাবি তুলেছেন পাকিস্তানের ক্রিকেটাররা। আফ্রিদিদের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দিয়েছে পিসিবি এমনটাই জানা গেছে। 


দলের এমন নাজুক অবস্থার মধ্যে পাকিস্তানি ক্রিকেটাররা কীভাবে বেতন বৃদ্ধির দাবি তুলেন এমন প্রশ্ন অনেকেরই। 


আফ্রিদিদের ‘নির্লজ্জ’ আখ্যা দিয়েছে কলকাতার একটি অনলাইন নিউজ পোর্টাল। ভারতের মিডিয়াটি শিরোনাম করেছে এভাবে, ‘নির্লজ্জভাবে বেতন বৃদ্ধির দাবি পাক ক্রিকেটারদের।


 এদিকে গত বছরের ডিসেম্বরে পাক ক্রিকেটারদের সঙ্গে পিসিবির চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। বিশ্বকাপের সময় নতুন করে তিন মাসের একটি অস্থায়ী চুক্তিপত্র তৈরি করে বোর্ড।


 কিন্তু বিশ্বকাপ খেলতে নিউজিল্যান্ডে পৌঁছার পর সেই চুক্তিপত্রে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানান তারা।


 টিম ম্যানেজারের কাছে তারা পূর্ণাঙ্গ বার্ষিক চুক্তির দাবি করেন। অবশ্য পিসিবি এতে রাজি হয়েছে। নতুন চুক্তিতে ক্রিকেটারদের মাসিক বেতন ১০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। 


কিন্তু তাতেও সন্তুষ্ট নন দলের কয়েক সিনিয়র ক্রিকেটার। তাদের দাবি, সব খেলায় তাদের ম্যাচ ফি বৃদ্ধি করতে হবে।