Monday, May 11, 2015

মুশফিকদের নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ করলো পাকিস্তান

পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইমরান খানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফ। দলটির অফিসিয়াল পেজে মুশফিকদের নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ করা হয়েছে।


 সেখানে দেখানো হয়েছে, একটি রয়েল বেঙ্গল টাইগারের পিঠের চামড়া তুলে নিয়ে রোদে দেওয়া হয়েছে।


 বড্ড নির্লজ্জ না হলে হয়তো নিজেদের অফিসিয়াল পেজে এ ধরনের ‘ব্যঙ্গচিত্র’ প্রকাশ করতে পারত না পাকিস্তানের বিতর্কিত ওই দলটি। উর্দু ভাষায় ব্যঙ্গচিত্রের ওপরে লেখা হয়েছে এভাবে, ‘দেখো দেখো কৌন আয়া?


 শের কা শিকারি আয়া!’ অনুবাদ করলে যা আসে, ‘দেখ দেখ কে এসেছে? বাঘের শিকারি এসেছে!!!!’ বাংলাদেশ সফরে এসে ওয়ানডেতে বাংলাওয়াশ হয়েছে পাকিস্তান।


 টি-টোয়েন্টিতে বড় ব্যবধানে হেরে যায়। প্রথম টেস্টেও বাংলাদেশকে হারাতে পারেনি। কিন্তু শেষ টেস্ট ম্যাচটি জিতেই গর্বে তাদের বুক ফেটে যাওয়ার পালা!


 আর সেই কারণেই তারা এমন ব্যঙ্গচিত্র তৈরি করেছে। তাদের এই ব্যঙ্গচিত্রে পাকিস্তানের তরুণ-তরুণীরা লাইক দিচ্ছে। কমেন্টস এর ঘরে বাহবা দিচ্ছে।

-
-
-

এক জায়গায় সব বাংলাদেশী খবরের কাগজবাংলাদেশ  ভারত থেকে প্রায় সব বাংলাসংবাদপত্রইংরেজি সংবাদপত্রবাংলা ম্যাগাজিন,বাংলা এবং বাংলা সংবাদসাইট.....

AllBangla Newspaper List - All is One Site