Wednesday, May 6, 2015

সালমান খানের ৫ বছরের কারাদণ্ড

গাড়ি চাপা মামলায় ভারতীয় অভিনেতা সালমান খানের ৫ বছরের কারাদণ্ড হয়েছে। বুধবার বেলা সাড়ে এগারোটায় মুম্বাই আদালতের বিচারক ডি ডব্লিউ দেশপান্ডে এ রায় দেন। 

২০০২ সালের ২৮ সেপ্টেম্বর মধ্যরাতে সালমানের সাদা রঙের টয়োটা ল্যান্ড ক্রজার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উঠে পড়ে বান্দ্রার একটি বেকারির সামনের ফুটপাতে।


 এ দুর্ঘটনায় ফুটপাতে শুয়ে থাকা একজন নিহত এবং দুজন আহত হন। সালমানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, তিনি সে সময় মদপ্য অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন।

 প্রথমে অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে সালমানের বিরুদ্ধে মামলা চললেও ২০১৪ সালের এপ্রিলে এ মামলায় নতুন করে বিচার শুরু হয়। 

এবার সালমানের বিরূদ্ধে আনা হয় দণ্ডনীয় নরহত্যার অভিযোগ। গত এক বছর ধরে চলা এ মামলার আদালতে দেওয়া জবানবন্দিতে তার বিরূদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেন সালমান।


 তিনি বলেন, দুর্ঘটনার সময় তিনি চালকের আসনে ছিলেন না এবং মদ্যপানও করেননি। এর কিছুদিন পরেই সালমানের গাড়ি চালক অশোক সিং স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, 

দুর্ঘটনার সময় তিনি গাড়ি চালাচ্ছিলেন এবং সালমান মদপ্য ছিলেন না। গত মাসে জানানো হয় সালমানের এ মামলার চূড়ান্ত রায় ঘোষিত হবে ৬মে। 

মামলার রায়ের সময় উপস্থিত থাকার জন্য কাশ্মিরে সিনেমার শুটিং ফেলে মঙ্গলবার মুম্বাইয়ে এসে পৌঁছান সালমান।