Monday, May 11, 2015

এসএসসির ফল প্রকাশ ৩০ মে


এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ৩০ মে প্রকাশিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।


 সোমবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, ‘৩০ মে শনিবার সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সার-সংক্ষেপ তুলে ধরা হবে। 


এরপর দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। এরপরই ইন্টারনেট ও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে।’


 গত ২ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু হরতালের কারণে তা শুরু হয় ৬ ফেব্রুয়ারি। হরতালে সবগুলো (১৬ দিন) এসএসসি ও সমমানের পরীক্ষা পেছানো হয়। 


শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনে এ পরীক্ষাগুলো নেওয়া হয়েছে। ৩০ মার্চ পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলে তা শেষ হয় ৩ এপ্রিল। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এবার এ পরীক্ষায় মোট শিক্ষার্থী ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন।

=>
=>

এক জায়গায় সব বাংলাদেশী খবরের কাগজ বাংলাদেশ ভারত থেকে প্রায় সব বাংলা সংবাদপত্র, ইংরেজি সংবাদপত্র, বাংলা ম্যাগাজিন, বাংলা এবং বাংলা সংবাদ সাইট....

.All Bangla Newspaper List -All is One Site