Thursday, April 23, 2015

'মুসলিমস কিলিং জিউস' প্রচারে বাধা না দিতে নির্দেশ!

নিউইয়র্ক মেট্রোপলিটন পরিবহন কর্তৃপক্ষকে তাদের গণ-পরিবহনে ‘ইহুদিদের হত্যা করছে মুসলিমরা’ এরকম একটি বিতর্কিত বিজ্ঞাপন প্রচারে বাধা না দিতে নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত।

বিজ্ঞাপনটি 'সন্ত্রাসবাদ' ও সহিংসতা উস্কে দিতে পারে এমন যুক্তিও বাতিল করে দেয়া হয় ওই নির্দেশে।

 মুসলিম বিদ্বেষী হিসেবে পরিচিত, আমেরিকান ফ্রিডম ডিফেন্স ইনিশিয়েটিভের (এএফডিআই) ওই বিজ্ঞাপনটি যুক্তরাষ্ট্রের সংবিধানে বর্ণিত বাক স্বাধীনতার নিশ্চয়তার দ্বারা সুরক্ষিত বলে ম্যানহাটন ডিসট্রিক্ট জজ জন কোয়েল্ট রায়ে বলেন।

 এএফডিআই'র এ ধরণের বিজ্ঞাপন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি ছাড়াও বেশ কিছু যায়গায় প্রচার করা হচ্ছে। 

বিজ্ঞাপনে স্কার্ফ পরিহিত একজন 'ভীতিকর' মুসলিমের ছবি দিয়ে লেখা হয়েছে, ‘ইহুদি হত্যা একটি ইবাদত, যা আমাদেরকে আল্লাহর আরো নিকটবর্তী করে।’ 

আরেকটিতে দেখা যাচ্ছে, 'আমাদের দুই সূত্র তৃতীয়াংশ আন্তর্জাতিক সহযোগিতাই ইসলামিক দেশগুলোতে যায়। ইসলামিক দেশগুলোতে সহযোগিতা দেয়া বন্ধ কর।' সূত্র : আল জাজিরা