কিছুদিন আগেই পতিতা পল্লীতে গিয়ে শিরোনামে আসেন তরুণ পপ তারকা জাস্টিন বিবার। এবার নতুন প্রেমের সম্পর্ক নিয়ে খবরের এলেন তিনি।
সানিনা শাইক নামে এক মডেলের সাথে সম্প্রতি রাত্রী যাপন করায় আবারও নতুন প্রেমের আভাস পাওয়া যাচ্ছে। তবে রাত্রী যাপনের ঘটনা যে সত্য তা নিশ্চিত হওয়া গেছে সানিনার ইনস্ট্রাগ্রাম থেকে।
সানিনা তার ইনস্ট্রাগ্রাম একাউন্টে ছবিটি পোস্ট করে লেখেন ‘সুন্দর একটি রাত উপহার দেবার জন্য ধন্যবাদ’।
খবরটি এখন জাস্টিনের ভক্তদের কাছে নতুন আকর্ষণ। বিবার বরাবরই প্রেম সম্পৃক্ত বিষয় নিয়েই আলোচনায় থাকেন।
কিছুদিন আগেই তার প্রাক্তন প্রেমিকা সেলেনা গোমেজের সাথে আবারও সম্পর্কের আভাস পাওয়া যাচ্ছিল।
তাদের একসাথে ঘুরতেও দেখা গেছে। বিষয়টি নিয়ে বিবার কোনো কথা না বললেও পপ তারকা সেলেনা প্রেমের বিষয়টি অস্বীকার করেন।
জাস্টিন এখন তার ভালো বন্ধু, এ কথাটিই মিডিয়াতে তিনি বলেছেন।বিবারের সম্ভাব্য এই নতুন প্রেমিকাও বিবারের চেয়ে বয়সে বড়।
২৪ বছর বয়সী সানিনা তাদের নতুন সম্পর্ক নিয়ে বেশ উচ্ছ্বাসিত। তবে ইনস্ট্রাগ্রামের বাইরে সানিনা বা বিবারের কোনো তথ্য এখনও পাওয়া যায়নি।
বিষয়টি নিয়ে গণমাধ্যমে কোনো কথাই বলেননি তারা। প্রতিবারই কোনো ঘটনার পর বিবার সরাসারি কোনো বিষয় স্বীকার করেননি।
তাই প্রতিবারই হয়তো গণমাধ্যমগুলো খোঁজে বিবারের প্রাক্তন প্রেমিকা সেলেনাকে। এবারও সেলেনা বিষয়টি নিয়ে কথা বললেন।
তিনি বলেন, ‘বিবার আমার প্রাক্তন প্রেমিক ছিল। আমাদের সম্পর্কের আগে থেকেই সে বেশ উগ্র ছিল। যা আমি অনেকটা ঠিক করে আনি।
এখন আমাদের সম্পর্ক না থাকলেও বিবার আর আমার মাঝে বন্ধুত্বটা আছে। আমি মনে করি তার একটি ব্যক্তিগত জীবন আছে। নতুন প্রেমিকা হতেই পারে।