আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হলো চিত্রনায়িকা সাহারা ও মাহবুবুর রহমান মনির বিয়ে। ঢাকার মহাখালীতে ‘রাওয়া কনভেনশন সেন্টার’-এ শুক্রবার রাতে এ আয়োজন সম্পন্ন হয়।
বিয়ের অনুষ্ঠানে উভয়পক্ষের লোকজন, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবসহ বিভিন্ন মাধ্যমের সাংবাদিক ছাড়াও সাহরাকে আশীর্বাদ করতে উপস্থিত হয়েছিলেন অভিনেতা প্রবীর মিত্র, নূতন, শাবনূর, অমিত হাসান, ইমন, নীরব, রাশেদা কে. চৌধুরী, রেবেকা, আশীষ সেনগুপ্তসহ আরও অনেকে।
সাহারা বলেন, আল্লাহর অশেষ মেহেরবাণীতে সবকিছু বেশ ভালভাবেই শেষ হয়েছে। সবার কাছে দোয়া চাই যেন আমরা দাম্পত্য জীবনে সুখী হতে পারি। উল্লেখ্য, মাহবুবুর রহমান মনির গ্রামের বাড়ি সাভারের ধামরাইয়ে।
এদিকে সাহারা গত বছর সর্বশেষ রাজু চৌধুরীর নির্দেশনায় ‘তোকে ভালোবাসতেই হবে’ চলচ্চিত্রে অভিনয় করেছেন। ২০০৪ সালে শাহাদাৎ হোসেন লিটনের নির্দেশনায় শাকিব খানের সঙ্গে জুটিবেঁধে ‘রুখে দাঁড়াও’ চলচ্চিত্রের মাধ্যমে নায়িকা হিসেবে তার অভিষেক ঘটে।
.
.
একজায়গায়সববাংলাদেশীখবরেরকাগজবাংলাদেশওভারতথেকেপ্রায়সববাংলাসংবাদপত্র, ইংরেজিসংবাদপত্র, বাংলাম্যাগাজিন, বাংলাএবংবাংলাসংবাদসাইট.....AllBangla Newspaper List - All is One Site