গানটির সঙ্গীতায়োজন করেছেন শংকর-এহসান-লয়, গেয়েছেন সুকৃতি কাক্কর ও সিদ্ধার্থ মহাদেবন। লিরিক লিখেছেন জাভেদ আখতার।
এ সিনেমায় রণবীরের চরিত্রের নাম কবির মেহরা, যাকে বাবা-মা জোর করে নিজেদের পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে দিতে চান।
কিন্তু জাহাজ ভ্রমণে এসে প্রেমে পড়ে যান ফারাহর (আনুশকা)। নতুন গানটিতে প্রেমিক জুটিকে খুনসুটি করতে দেখা যায়।
সঙ্গে রয়েছে রণবীরের চিরাচরিত কমেডি।অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন- অনীল কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া, ফারহান আখতার, রাহুল বোস ও শেফালী শাহ।জয়া আখতার পরিচালিত ‘দিল ধাড়কানে দো’ মুক্তি পাবে ৫ জুন।
উসকো খুসকো চুল, ময়লা জামাকাপড়; চেহারা পুরোপুরি বিধ্বস্ত। পুলিশের জিপ দেখে ইতস্তত করে জোরে জোরে এদিক-সেদিক হাঁটাহাঁটি করছিলেন।
পুলিশের ধারণা, লোকটি উন্মাদ কিংবা আত্মহত্যার চেষ্টা করছেন। ভারতের মেঘালয়ের শিলংয়ের গালফ লিংক এলাকার রাস্তায় সোমবার এভাবেই পাওয়া যায় বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে।
পরে পুলিশ তাকে আটক করে মেঘালয়ের একটি মানসিক হাসপাতালে ভর্তি করে। গত ১০ মার্চ রাতে ঢাকার উত্তরার একটি বাসা থেকে নিখোঁজ হন সালাহ উদ্দিন আহমেদ।
এর পর তার স্ত্রী হাসিনা আহমেদ অভিযোগ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে তার স্বামীকে ওই বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়।
ঘটনার ৬২ দিন পর সোমবার সকালে মেঘালয় পুলিশ তাকে আটক করে। মঙ্গলবার হাসিনা আহমেদ জানান, মেঘালয়ের একটি হাসপাতাল থেকে তার স্বামী সালাহ উদ্দিন তাকে ফোন করেছেন।
মেঘালয় পুলিশ সালাহ উদ্দিন আহমেদকে সেখানকার ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ এ্যান্ড নিউরো সায়েন্সেস হাসপাতালে ভর্তি করে।
হাসপাতাল কর্তৃপক্ষ ও মেঘালয় পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে মেঘালয়ের গালফ লিংক এলাকায় ঘোরাফেরার সময় সালাহ উদ্দিন আহমেদকে আটক করে পুলিশ। তখন তার চেহারা ছিল সম্পূর্ণ বিধ্বস্ত।
সালাহ উদ্দিন পুলিশের জিপ দেখে ইতস্তত করে এদিক সেদিক জোরে হাঁটাহাঁটি শুরু করেন। এতে পুলিশের সন্দেহ হয়। পুলিশ ধারণা করে লোকটি হয়তো আত্মহত্যার চেষ্টা করছে। সেই ধারণা থেকেই সালাহ উদ্দিন আহমেদকে আটক করে জিজ্ঞাসাবাদ করে তারা।
মেঘালয় পুলিশকে সালাহ উদ্দিন জানান, তিনি বাংলাদেশের বৃহত্তর দল বিএনপির যুগ্ম-মহাসচিব। তার স্ত্রী হাসিনা আহমেদও একজন নেত্রী। তখন পুলিশ তার কাছে বৈধ কাগজ দেখতে চাইলে সালাহ উদ্দিন তা দেখাতে ব্যর্থ হন।
এর পর মেঘালয় পুলিশের জেরায় সালাহ উদ্দিন বার বার নিজের একই রাজনৈতিক পরিচয় দিতে থাকেন। একপর্যায়ে পুলিশ সালাহ উদ্দিন আহমেদকে মানসিক ভারসাম্যহীন ভেবে গ্রেফতার করে মেঘালয় ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ এ্যান্ড নিউরো সায়েন্সেস হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালে ডাক্তারদের সালাহ উদ্দিন জানান, তিনি পাগল বা মানসিক রোগী নন। বাংলাদেশের বিএনপি নামের রাজনৈতিক দলের বড় একজন নেতা তিনি। এর পর হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে মঙ্গলবার সকালে ঢাকার বাসায় ফোন করে মেঘালয়ে অবস্থানের কথা জানান সালাহ উদ্দিন।
মঙ্গলবার বিকেলে হাসপাতালের চিকিৎসকরা তাকে মানসিকভাবে সুস্থ ঘোষণা করেন। এর পর তাকে মেঘালয় সিভিল হাসপাতালে স্থানান্তর করা হয়।
এদিকে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে ভারতের মেঘালয়ের শিলং থেকে সে দেশের পুলিশ আটক করেছে বলে স্থানীয় দ্য শিলং টাইমস পত্রিকা জানিয়েছে। ‘বাংলাদেশী ম্যান হেল্ড’ শিরোনামে প্রকাশিত খবরে পত্রিকাটি বলছে,
সোমবার সকালে একজন বাংলাদেশীকে আটক করেছে পুলিশ। সালাহ উদ্দিন আহমেদ (৫৪) নামে ওই বাংলাদেশীকে শিলংয়ের গলফ লিংক নামক এলাকা থেকে আটক করা হয়েছে।
পুলিশ তার ব্যাপারে তদন্ত করছে। এদিকে বাংলদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত পঙ্কজ শরণ জানান, সালাহ উদ্দিন আহমেদের সন্ধান পাওয়ার বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে।
মঙ্গলবার দুপুরে সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ জানান, মেঘালয়ের শিলংয়ে একটি হাসপাতালে চিকিৎসারত স্বামীর সঙ্গে তার কথা হয়েছে।
দর্শকপ্রিয় মডেল ও উপস্থাপিকা নূসরাত ফারিয়া চলচ্চিত্রে অভিনয় করবেন এটা এরই মধ্যে জানা হয়ে গেছে সবার।
তবে অভিনয়ে তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে তারই পাশে এসে দাঁড়ালেন প্রিয়দর্শিনী মৌসুমী।
আবদুল আজিজ ও অশোক পতি পরিচালিত যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘প্রেমী ও প্রেমী’ চলচ্চিত্রে একটি গুরুত্বপূর্ণ অতিথি চরিত্রে অভিনয় করতে সম্মতি জানিয়েছেন মৌসুমী।
‘জাজ মাল্টিমিডিয়া’ ও ‘এসকে মুভিজ’র ব্যানারে নির্মিতব্য এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য গত মা দিবসে রাতে গুলশানের একটি রেস্টেুরেন্টে চুক্তি স্বাক্ষর করেন মৌসুমী।
এ প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘প্রেমী ও প্রেমী’ চলচ্চিত্রের গল্প পড়ে ভাল লেগেছে আমার। আমার চরিত্রটি ছোট হলেও খুব গুরুত্বপূর্ণ, তাই কাজটি করতে রাজি হয়েছি। জাজের সঙ্গে এটা আমার প্রথম কাজ।
তাছাড়া আশা করছি ‘প্রেমী ও প্রেমী’ ভাল একটি চলচ্চিত্র হবে। তাই একটি ভাল চলচ্চিত্রের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখতেও চলচ্চিত্রটিতে কাজ করছি। পরিচালক জানান, মূলত ‘প্রেমী ও প্রেমী’র গল্পের শুরুটা মৌসুমীকে দিয়েই।
নিজের প্রথম চলচ্চিত্রেই মৌসুমীর মতো একজন দর্শকপ্রিয় নায়িকার সঙ্গে কাজ করার সুযোগ পাওয়াকে নিজের মিডিয়া জীবনের সেরা অর্জন হিসেবে বিবেচনা করছেন নূসরাত ফারিয়া। তিনি বলেন, সত্যিই এটা আমার জন্য অনেক সৌভাগ্যের বিষয় যে মৌসুমী আপুর মতো
এতবড় মাপের একজন নায়িকার সঙ্গে অভিনয় করার সুযোগ পাচ্ছি। ভাবতেই ভীষণ ভাল লাগছে যে, তার সঙ্গে একই চলচ্চিত্রে কাজ করব।
আমার কেবলই মনে হচ্ছে বার বার যে আমি একজন শিক্ষকের সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছি যার কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ পাব আমি।
পরিচালক আবদুল আজিজ জানান আসছে ১২ জুন থেকে স্কটল্যান্ডে টানা এক মাসেরও বেশি সময় নিয়ে চলচ্চিত্রটির শূটিং হবে।
‘প্রেমী ও প্রেমী’র গল্প লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু ও পেলে। এদিকে মৌসুমী গত সপ্তাহে শেষ করেছেন ইউসুফ চৌধুরীর নির্দেশনায় বিশেষ টেলিফিল্ম ‘ভালবাসার বিশ বছর’।
মৌসুমী এবং ওমর সানীর বিবাহিত জীবনের বিশ বছরের গল্প নিয়েই মূলত এর কাহিনী আবর্তিত। আসছে ঈদে এটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে।
বিশ্বকাপের পর থেকেই বাংলাদেশ দল এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। পাকিস্তানকে ওয়ানডে সিরিজ হারানোর পর বাংলাদেশ র্যাঙ্কিংয়ে উঠে আসে ৮ নম্বরে। এবার কিছু সুখবর মিলল টেস্ট র্যাঙ্কিংয়েও। পাকিস্তানের সঙ্গে প্রথম টেস্ট ড্র করে ১-০তে সিরিজ হারার পরও বাংলাদেশের রেটিং পয়েন্ট ৩২ থেকে বেড়ে হয়েছে ৩৩। আর আজ আইসিসির টেস্ট দল র্যাঙ্কিং বার্ষিক হালনাগাদ করার ফলে ৬ রেটিং পয়েন্ট বেড়ে ৩৯ হয়েছে। টেস্ট ক্রিকেটে গত ১৪ বছরে এটাই বাংলাদেশের প্রাপ্ত সর্বোচ্চ রেটিং পয়েন্ট। বাংলাদেশ থেকে শেষ পর্যন্ত টেস্ট সিরিজ জিতে গেলেও বড় দুঃসংবাদ শুনতে হয়েছে পাকিস্তানকে। তিন নম্বর থেকে ধপাস করে একেবারে ছয়ে নেমে গেছে মিসবাহ-উল-হকের দল। র্যাঙ্কিং পদ্ধতির নিয়ম অনুযায়ী, রেটিং হিসাব করা হয় বিগত তিন থেকে চার বছরের ম্যাচের ফলাফলের ওপর। প্রত্যেক বছরের মে মাসের শুরুতে বিগত চার বছরের সবচেয়ে পুরাতন বছরের ফলাফল বাদ দেওয়া হয়। এভাবে নতুন করে আবার মাস যোগ হতে থাকে। ১২ মাস পর আগামী বছরের মে মাসে আবার র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদ হবে এবং চার বছরের মধ্যে সবচেয়ে পুরাতন বছরের ফলাফল বাদ যাবে। এই প্রক্রিয়াকে ‘ডাটা আপডেটিং’ বলে। এর ফলে কোনো ম্যাচ না খেলার ফলেও দলগুলোর র্যাঙ্কিংয়ে বড় ধরনের পরিবর্তন দেখা যেতে পারে। ২০১২ সালের আগ পর্যন্ত র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদ হতো প্রতি বছরের আগস্ট মাসে। এরপর থেকে প্রতি বছরের মে মাসেই করা হচ্ছ। বার্ষিক হালনাগাদের ফলে নতুন র্যাঙ্কিং থেকে বাদ পড়েছে আগস্ট ২০১১ থেকে আগস্ট ২০১২ পর্যন্ত ম্যাচগুলো। ওই এক বছরে বাংলাদেশ ৩টি সিরিজে ৫টি ম্যাচ খেলে একটি ড্র করেছিল, হার বাকি চারটিতেই। এমনকি টেস্ট ক্রিকেটে জিম্বাবুয়ের ফিরে আসা ম্যাচেও হেরেছিল বাংলাদেশ। যার ফলে ওই ম্যাচগুলোতে বাংলাদেশ খুবই কম পয়েন্ট পেয়েছিল। বার্ষিক হালনাগাদের ফলে ওই বাজে পারফরমেন্সের ম্যাচগুলো বাদ যাওয়ায় সুবিধা হয়েছে বাংলাদেশের। সাম্প্রতিক সময়ে বিভিন্ন বড় দলের সঙ্গে টেস্ট ম্যাচ ড্র এবং জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার ফলে বাংলাদেশের রেটিং ওপরের দিকে গিয়েছে। র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদ হলেও অবস্থানগত পরিবর্তন অবশ্য বাংলাদেশের হয়নি। তারা আছে নয় নম্বরেই। এক নম্বর অবস্থান ধরে রেখেছে দক্ষিণ আফ্রিকা। তবে তাদের রেটিং পয়েন্ট বেড়ে ১২৪ থেকে ১৩০ হয়েছে। র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে নিউজিল্যান্ড এবং ভারতের। অবনতি হয়েছে ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কার। আর আগের অবস্থানেই আছে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও জিম্বাবুয়ে। বাংলাদেশের পাশাপাশি রেটিং পয়েন্ট বেড়েছে দক্ষিণ আফ্রিকা, ভারত ও ওয়েস্ট ইন্ডিজের। কমেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান ও জিম্বাবুয়ের। ওয়ানডে র্যাঙ্কিংয়ের আটে উঠে আসা, সাতে উঠে যাওয়ার হাতছানি। ওয়ানডেতে উন্নতির ছাপটা স্পষ্টই। আক্ষেপ ছিল টেস্ট নিয়ে। গত ১৪ বছরে টেস্ট র্যাঙ্কিংয়ে সেরা রেটিং পয়েন্ট পাওয়াটা আশাবাদীই করছে। ধীরে হলেও ক্রিকেটের সবচেয়ে মর্যাদার খেলাটাতেও আছে উন্নতির লক্ষণ। সেটা আরও ধারাবাহিক করাই এখন বিসিবির দায়িত্ব।
পজিশন - দল - রেটিং - ব্যবধান
১. দক্ষিণ আফ্রিকা - ১৩০ - আগের অবস্থানেই আছে,রেটিং ৬ বেড়েছে
২. অস্ট্রেলিয়া - ১০৮ - আগের অবস্থানেই আছে, রেটিং ১০ কমেছে
৩. নিউজিল্যান্ড - ৯৯ - দুই ধাপ ওপরে উঠেছে, রেটিং পরিবর্তন হয়নি
৪. ভারত - ৯৯ - তিন ধাপ ওপরে উঠেছে, রেটিং ৪ বেড়েছে
৫. ইংল্যান্ড - ৯৭ - এক ধাপ নিচে নেমেছে, রেটিং ৫ কমেছে
৬. পাকিস্তান - ৯৭ - তিন ধাপ নিচে নেমেছে, রেটিং ৫ কমেছে
৭. শ্রীলঙ্কা - ৯৬ - এক ধাপ নিচে নেমেছে, রেটিং পরিবর্তন হয়নি
৮. ওয়েস্ট ইন্ডিজ - ৮৪ - আগের অবস্থানেই আছে, রেটিং ৫ বেড়েছে
৯. বাংলাদেশ - ৩৯ - আগের অবস্থানেই আছে, রেটিং ৬ বেড়েছে
১০. জিম্বাবুয়ে - ৫ - আগের অবস্থানেই আছে, রেটিং ১৩ কমেছে
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ৩০ মে প্রকাশিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
সোমবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, ‘৩০ মে শনিবার সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সার-সংক্ষেপ তুলে ধরা হবে।
এরপর দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। এরপরই ইন্টারনেট ও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে।’
গত ২ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু হরতালের কারণে তা শুরু হয় ৬ ফেব্রুয়ারি। হরতালে সবগুলো (১৬ দিন) এসএসসি ও সমমানের পরীক্ষা পেছানো হয়।
শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনে এ পরীক্ষাগুলো নেওয়া হয়েছে। ৩০ মার্চ পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলে তা শেষ হয় ৩ এপ্রিল। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এবার এ পরীক্ষায় মোট শিক্ষার্থী ১৪ লাখ ৭৯ হাজার ২৬৬ জন।
সৌদি আরবে হুতি বিদ্রোহীদের মর্টারশেল হামলায় দুই বাংলাদেশী নিহত হয়েছেন। সোমবার বিকেলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
নিহতরা হলেন- কুমিল্লার মিজান এবং বরগুনার আব্দুল জলিল। তারা সৌদি আরবের নাজরানে বসবাস করতেন বলে জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত ৫ ও ৬ মে সৌদি আরবের নাজরান এলাকায় কর্মরত অবস্থায় মর্টারশেলের আঘাতে তারা নিহত হন। নাজরান এলাকাটি সৌদি আরবের দক্ষিণ প্রদেশে অবস্থিত।
যা দেশটির জেদ্দা থেকে ৬৫০ কিলোমিটার এবং প্রতিবেশী রাষ্ট্র ইয়েমেনের সীমান্ত থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত।
নিহত মিজান কুমিল্লা জেলার বড়ুরা থানার বাতশার গ্রামের মফিজের ছেলে এবং আব্দুল জলিল বরগুনা জেলার পাথরঘাটা থানার লেমুয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে।
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, এরই মধ্যে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ মিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা নিয়েছেন।
নিহতদের মরদেহ নাজরানের কিং খালেদ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশ মিশন।
এছাড়া নিহতরা যে প্রতিষ্ঠানে কাজ করতেন তাদের সঙ্গে যোগাযোগ করে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে। কয়েক দিনের মধ্যেই নিহতদের মরদেহ বাংলাদেশে পাঠানো হবে।
যতই দিন যাচ্ছে বলিউড সিনেমা ‘দিল ধাড়কানে দো’র প্রতি দর্শক আগ্রহ বেড়ে চলেছে। এর মধ্যে সম্প্রতি উঠে এসেছে সুপারস্টার আমির খানের নাম।
মিস্টার পারফেক্টশনিস্টকে নাকি একটি বিশেষ চরিত্রে দেখা যাবে এ চলচ্চিত্রে! ইন্ডিয়া টুডে জানায়,
বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছে তারকাবহুল এ চলচ্চিত্রে আমির খান ছোট একটি চরিত্রে অভিনয় করবেন।
কিন্তু নির্মাতা পক্ষ এ নিয়ে গোপনীয়তা বজায় রেখেছেন। তবে গুজব উঠেছে ‘পিকে’ তারকাকে একটি বিশেষ গানে দেখা যাবে।
পরিচালক জয়া আখতার আমির খানের ঘনিষ্ট বন্ধু। ফলে গুজবটি সত্য হওয়ার সম্ভাবনাই বেশি।
কারণ আমিরকে এর আগে জয়া ভাই ফারহান আখতারের পরিচালনায় ও প্রযোজনায় অভিনয় করতে দেখা গেছে। এমনকি ফারহান অভিনীত ‘লাক বাই চান্স’ চলচ্চিত্রে অতিথি চরিত্রে আমির অভিনয় করেছেন।
‘দিল ধাড়কানে দো’ চলচ্চিত্রের মাধ্যমে চার বছর পর পরিচালনায় ফিরছেন জয়া। তার সর্বশেষ সিনেমা ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ বেশ প্রশংসিত হয়।
নতুন মুভিতে অভিনয় করছেন অনীল কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া, ফারহান আখতার, রণবীর সিং, আনুশকা শর্মা, রাহুল বোস ও শেফালী শাহ। ‘দিল ধাড়কানে দো’ মুভি পাবে ৫ জুন।
প্রকাশ হল ‘গঙ্গাজল ২’ সিনেমার ফার্স্টলুক। এতে আইপিএস অফিসারের ভূমিকায় দেখা গেছে প্রিয়াঙ্কা চোপড়াকে।
চলচ্চিত্রটি পরিচালনা করেছেন প্রকাশ ঝা।‘গঙ্গাজল ২’ সিনেমায় একজন সাহসী আইপিএস অফিসারের চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে।
তার চরিত্রটির নাম আভা মাথুর। প্রকাশের পরিচালনায় ২০০৩ সালে মুক্তি পায় ‘গঙ্গাজল’।
অজয় দেবগন ও গ্রেসি সিং অভিনীত এ্যাকশন চলচ্চিত্রটি ব্যবসাসফল হয়।নতুন সিক্যুয়ালের সবচেয়ে বড় চমক হলো প্রধান ভিলেনের ভূমিকায় অভিনয় করছেন পরিচালক স্বয়ং।
‘গঙ্গাজল ২’ চলতি বছরই মুক্তি পাবে।প্রশংসিত বায়োপিক ‘মেরিকম’ এর পর এখনো পর্যন্ত প্রিয়াঙ্কার নতুন কোনো মুভি মুক্তি পায়নি।
‘গঙ্গাজল’ ছাড়াও মুক্তির মিছিলে রয়েছে ‘দিল ধাড়কানে দো’ ও ‘বাজিরাও মাস্তানি’। সব চলচ্চিত্রে ভিন্ন ভিন্ন চরিত্র নিয়ে হাজির হচ্ছেন পিগি চপস।
বলা যায়, ২০১৫ সালে সমালোচক প্রশংসিত এ অভিনেত্রীর ভালই কাটবে।
=>
=>
=>
একজায়গায়সববাংলাদেশীখবরেরকাগজবাংলাদেশওভারতথেকেপ্রায়সববাংলাসংবাদপত্র, ইংরেজিসংবাদপত্র, বাংলাম্যাগাজিন, বাংলাএবংবাংলাসংবাদসাইট.....AllBangla Newspaper List - All is One Site
পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইমরান খানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফ। দলটির অফিসিয়াল পেজে মুশফিকদের নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ করা হয়েছে।
সেখানে দেখানো হয়েছে, একটি রয়েল বেঙ্গল টাইগারের পিঠের চামড়া তুলে নিয়ে রোদে দেওয়া হয়েছে।
বড্ড নির্লজ্জ না হলে হয়তো নিজেদের অফিসিয়াল পেজে এ ধরনের ‘ব্যঙ্গচিত্র’ প্রকাশ করতে পারত না পাকিস্তানের বিতর্কিত ওই দলটি। উর্দু ভাষায় ব্যঙ্গচিত্রের ওপরে লেখা হয়েছে এভাবে, ‘দেখো দেখো কৌন আয়া?
শের কা শিকারি আয়া!’ অনুবাদ করলে যা আসে, ‘দেখ দেখ কে এসেছে? বাঘের শিকারি এসেছে!!!!’ বাংলাদেশ সফরে এসে ওয়ানডেতে বাংলাওয়াশ হয়েছে পাকিস্তান।
টি-টোয়েন্টিতে বড় ব্যবধানে হেরে যায়। প্রথম টেস্টেও বাংলাদেশকে হারাতে পারেনি। কিন্তু শেষ টেস্ট ম্যাচটি জিতেই গর্বে তাদের বুক ফেটে যাওয়ার পালা!
আর সেই কারণেই তারা এমন ব্যঙ্গচিত্র তৈরি করেছে। তাদের এই ব্যঙ্গচিত্রে পাকিস্তানের তরুণ-তরুণীরা লাইক দিচ্ছে। কমেন্টস এর ঘরে বাহবা দিচ্ছে।
আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হলো চিত্রনায়িকা সাহারা ও মাহবুবুর রহমান মনির বিয়ে। ঢাকার মহাখালীতে ‘রাওয়া কনভেনশন সেন্টার’-এ শুক্রবার রাতে এ আয়োজন সম্পন্ন হয়।
বিয়ের অনুষ্ঠানে উভয়পক্ষের লোকজন, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবসহ বিভিন্ন মাধ্যমের সাংবাদিক ছাড়াও সাহরাকে আশীর্বাদ করতে উপস্থিত হয়েছিলেন অভিনেতা প্রবীর মিত্র, নূতন, শাবনূর, অমিত হাসান, ইমন, নীরব, রাশেদা কে. চৌধুরী, রেবেকা, আশীষ সেনগুপ্তসহ আরও অনেকে।
সাহারা বলেন, আল্লাহর অশেষ মেহেরবাণীতে সবকিছু বেশ ভালভাবেই শেষ হয়েছে। সবার কাছে দোয়া চাই যেন আমরা দাম্পত্য জীবনে সুখী হতে পারি। উল্লেখ্য, মাহবুবুর রহমান মনির গ্রামের বাড়ি সাভারের ধামরাইয়ে।
এদিকে সাহারা গত বছর সর্বশেষ রাজু চৌধুরীর নির্দেশনায় ‘তোকে ভালোবাসতেই হবে’ চলচ্চিত্রে অভিনয় করেছেন। ২০০৪ সালে শাহাদাৎ হোসেন লিটনের নির্দেশনায় শাকিব খানের সঙ্গে জুটিবেঁধে ‘রুখে দাঁড়াও’ চলচ্চিত্রের মাধ্যমে নায়িকা হিসেবে তার অভিষেক ঘটে।
.
.
একজায়গায়সববাংলাদেশীখবরেরকাগজবাংলাদেশওভারতথেকেপ্রায়সববাংলাসংবাদপত্র, ইংরেজিসংবাদপত্র, বাংলাম্যাগাজিন, বাংলাএবংবাংলাসংবাদসাইট.....AllBangla Newspaper List - All is One Site