পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ। শুক্রবার মধ্যরাতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষিত টেস্ট দলে নতুন ডাক পেয়েছেন লিটন কুমার, মোহাম্মদ শহিদ ও সৌম্য সরকার।
টেস্ট সিরিজে বাংলাদেশ দলে নেতৃত্ব দেবেন মুশফিকুর রহিম। আগামী ২৮ এপ্রিল খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট।
এরপর সিরিজের শেষ টেস্ট ম্যাচটি আগামী ৬ মে ঢাকায় অনুষ্ঠিত হবে। টেস্ট সিরিজের আগে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ও টি-টোয়েন্টিতে জয় পেয়ে আত্মবিশ্বাসে এগিয়ে এখন টাইগাররা।
ঘোষিত বাংলাদেশ টেস্ট দলে রয়েছেন- তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাকিব আল হাসান, শুভাগত হোম, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন লিখন, রুবেল হোসেন, শাহাদাত হোসেন ও মোহাম্মদ শহীদ।