গার্মেন্টস অগ্নিকাণ্ডে নিখোঁজ স্বামীর সন্ধানে ঘুরছেন মৌটুসি বিশ্বাস। হাতে স্বামীর ছবি। অন্যদিকে মুনিরা মিঠু খুঁজছেন তার ছেলেকে।
স্বজনকে খুঁজতে খুঁজতে এক হাসপাতালে মুখোমুখি হয় তারা দুজন।
অগ্নিকাণ্ডে আহত এক যুবককে নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। মৌটুসি তাকে নিজের স্বামী আর মুনিরা মিঠু তাকে নিজের ছেলে বলে দাবি করে।
এ কারণে সিদ্ধান্ত নিতে হিমশিম খায় হাসপাতাল কর্তৃপক্ষ। আহত যুবকের সুস্থতার অপেক্ষায় সবাই।
কে তার আসল স্বজন? এগিয়ে যায় ‘জ্যোৎস্নার অন্ধকারে’ নাটকের গল্প। রানা প্লাজা ট্র্যাজেডির একটি ভিন্নমাত্রার গল্প নিয়ে নাটকটি লিখেছেন পলাশ মাহবুব। পরিচালনা করেছেন হাসান মোরশেদ।
নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসান, মৌটুসি বিশ্বাস, মুনিরা মিঠুসহ আরও অনেকে।