রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শনিবার দুপুর ১২টা ১৯ মিনিটের দিকে ভূমকম্পন অনুভূত হয়েছে।
সময় রাজধানী ঢাকার বিভিন্ন এলাকার মানুষ বাসাবাড়ি, অফিস-আদালত ছেড়ে রাস্তায় নেমে আসেন। আবহাওয়া অধিদফতর জানায়, ভূমকম্পের কেন্দ্রস্থল নেপাল।
কেন্দ্রস্থলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৫ রিখটার স্কেল। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, নেপালের লামজুং থেকে ৩৫ কিলোমিটার পূর্বে ভূমকম্পনের কেন্দ্রস্থল।
কেন্দ্রস্থলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৯ রিখটার স্কেল।
এ দিকে রাজধানীতে প্রথম দফায় ভূকম্পনের প্রায় আধাঘণ্টা পর দুপুর ১২টা ৪৭ মিনিটের দিকে দ্বিতীয়বার খুবই কম সময়ের জন্য ভূকম্পন অনুভূত হয়।