Sunday, November 18, 2018

Coming 'Avenger Four'

The world-wide popular super-hero-based pictures. One of the most popular franchises 'Avengers' The third movie of the series Marvel Studios 'Avengers: Infinity War' was released in April this year. The world's huge popularity and the box office broke past all records in the box office.


But 'Avengers: Infinity War' creates many mysteries and questions in the audience's mind. None of whom got the solution. At the end of this picture, one could not make the edge of the superheroos, or the thorness of the thonas, to the edge of the mystery.

Now the latest picture of Avengers series 'Avengers Four' is coming up with the mystery solution. This photo is going to be released on May 3 next year. Builder Anthony Rousseau and Joe Rousseau recently reported this information.

Joe Rousseau said, 'Avengers Four' will be the most exciting and action-packed in the series. If fans think that Infiniti War was great, then they are asking them to be ready for 'Avengers Four'. This image will be more complex than Infiniti War.

It is known that the length of the movie 'Avengers Four' will be much higher than before. To see this picture full of superheroes action, the viewer should sit for three hours in the movie.

Although this last picture of the Avengers series has not yet been named. But the craze in the audience is already working. For many days fans of superheroes were waiting for the announcement of the new episode. Finally the announcement came. Now it's just a day's countdown.

Saturday, October 27, 2018

অন্ধকার জগতের দুই বাসিন্দা অপর্ণা-নাঈম

অন্ধকার জগতের দুই বাসিন্দার চরিত্রে জুটি বেঁধে অভিনয় করলেন অপর্ণা ঘোষ ও এফ এস নাঈম। পুরাণ ঢাকার বিভিন্ন লোকেশনে সম্প্রতি নির্মিত হয়েছে নাটকটি।
 নাটকের গল্পে রাত্রী চরিত্রে অভিনয় করেছেন অপর্ণা ঘোষ। শহরের জমজমাট বার ড্যান্সার সে। একদিন তার সঙ্গে পরিচয় হয় অন্ধকার জগতে আসা নতুন মুখ নীলের সাথে। এই নীল চরিত্রে দেখা মিলবে এফ এস নাঈমের। গল্পে দেখা যাবে, নীল রাত্রিকে স্বপ্ন দেখায়, ভারি মিউজিক, মধ্যবয়স্ক চোখ কিংবা হঠাৎ দুঃস্বপ্নে জেগে-আবিস্কার করা ফাইভস্টার কামরার বাইরেও নিঃশব্দ অরণ্য আছে।
আছে সফেদ জীবন, সংসার, ভালোবাসা। নীলের হাত ধরে রাত্রি পাড়ি দিতে চায় নিরবিচ্ছিন্ন জীবনের পথে, নিঃশব্দ অরন্যের পথে। কিন্তু ওদের ভাবনাতেই যেন পিছু নেয় গুপ্তঘাতক সমুদ্র। ওরা বুঝতে পারে ওদের প্রতিটি পদক্ষেপ অনুসরণ করছে কেউ। তাদের আশেপাশেই ট্রিগার তাক করে চুপচাপ অপেক্ষা করছে সুযোগের। রাত্রী যখন নীলের হাত ধরে শহর থেকে পালিয়েছে তখন একবারও মনে হয়নি দুজনের জীবনই অবলীলায় চলে গেছে কারো ইশারার অপেক্ষায়। নীল প্রাণপণ চেষ্টা করে কিছু অর্থ আর ট্রেনের টিকেটের, যা হাতে আসা মাত্রই স্থান পরিবর্তন করবে। অন্যদিকে নীলের অনুপস্থিতে ঘাতক পৌঁছে গেছে রাত্রির কাছে।

 সে রাত্রিকে বলে, যদি কাউকে ভেঙ্গে চুড়ে দিতে চাও, তাহলে তার হৃদয়টাকে ভেঙ্গে দাও, নীলের হৃদয় তো আপনি। নীল সেদিন অর্থ আর ট্রেনের টিকেট দুটোই পেয়েছিলো কিন্তু ফিরে এসে রাত্রিকে পায় নি। নির্মাতা সাদাত রাসেল বলেন, “জীবনকে অর্থ-শক্তি ধীরে ধীরে কব্জা করে ফেলছে, সেখান থেকে এক মাত্র প্রেম অথবা প্রণয়ই মুক্ত এক জীবনের জয়গান গাইবার সাহস রাখে। এই যে নীল আর রাত্রী হতে পারে ফিকশিয়াস দুটি চরিত্র কিন্তু এটা কি সত্যি না যে শক্তি-আর অর্থ দিয়ে ভালোবাসাকে ক্রমেই পন্য বানিয়ে যেখানে সেখানে বিক্রি হচ্ছে। আর এই বাণিজ্যের সুবিধা ভোগী আমাদেরি আশেপাশের সফেদ পোশাকধারী কিছু মানুষ।
 তাই আমরা শত বাধা সত্যেও জীবন আর ভালোবাসার পোট্রট করতে চাই।” নাটকে বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত। নির্মাতা জানান, আগামী ২৭ অক্টোবর রাত ৮টায় নাটকটি প্রচারিত হবে বেসরকারী টেলিভিশন চ্যানেল আরটিভিতে।

Wednesday, May 13, 2015

রণবীর-আনুশকার ‘পেহলি বার’ (ভিডিওসহ)

পর্দায় রণবীর সিং-আনুশকা শর্মার রোমান্স এই প্রথম নয়। তার পরও ‘দিল ধাড়কানে দো’ সিনেমার সদ্য প্রকাশিত গানের শিরোনাম ‘পেহলি বার’।



 এতে পুরোপুরি ‘ব্যান্ড বাজা বারাত’-এর রসায়নে পাওয়া গেল সাবেক প্রেমিক জুটিকে।একটি বিলাসবহুল ক্রুজারে আবর্তিত হয়েছে ‘দিল ধাড়কানে দো’ সিনেমার কাহিনী। এ রোমান্টিক গানটিও চিত্রায়িত হয়েছে সেখানে।


 গানটির সঙ্গীতায়োজন করেছেন শংকর-এহসান-লয়, গেয়েছেন সুকৃতি কাক্কর ও সিদ্ধার্থ মহাদেবন। লিরিক লিখেছেন জাভেদ আখতার।


এ সিনেমায় রণবীরের চরিত্রের নাম কবির মেহরা, যাকে বাবা-মা জোর করে নিজেদের পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে দিতে চান। 


কিন্তু জাহাজ ভ্রমণে এসে প্রেমে পড়ে যান ফারাহর (আনুশকা)। নতুন গানটিতে প্রেমিক জুটিকে খুনসুটি করতে দেখা যায়। 


সঙ্গে রয়েছে রণবীরের চিরাচরিত কমেডি।অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন- অনীল কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া, ফারহান আখতার, রাহুল বোস ও শেফালী শাহ।জয়া আখতার পরিচালিত ‘দিল ধাড়কানে দো’ মুক্তি পাবে ৫ জুন।


=>
=>

যেভাবে মানসিক হাসপাতালে সালাহ উদ্দিন

উসকো খুসকো চুল, ময়লা জামাকাপড়; চেহারা পুরোপুরি বিধ্বস্ত। পুলিশের জিপ দেখে ইতস্তত করে জোরে জোরে এদিক-সেদিক হাঁটাহাঁটি করছিলেন। 

পুলিশের ধারণা, লোকটি উন্মাদ কিংবা আত্মহত্যার চেষ্টা করছেন। ভারতের মেঘালয়ের শিলংয়ের গালফ লিংক এলাকার রাস্তায় সোমবার এভাবেই পাওয়া যায় বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে। 


পরে পুলিশ তাকে আটক করে মেঘালয়ের একটি মানসিক হাসপাতালে ভর্তি করে। গত ১০ মার্চ রাতে ঢাকার উত্তরার একটি বাসা থেকে নিখোঁজ হন সালাহ উদ্দিন আহমেদ।

 এর পর তার স্ত্রী হাসিনা আহমেদ অভিযোগ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে তার স্বামীকে ওই বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়। 


ঘটনার ৬২ দিন পর সোমবার সকালে মেঘালয় পুলিশ তাকে আটক করে। মঙ্গলবার হাসিনা আহমেদ জানান, মেঘালয়ের একটি হাসপাতাল থেকে তার স্বামী সালাহ উদ্দিন তাকে ফোন করেছেন।

 মেঘালয় পুলিশ সালাহ উদ্দিন আহমেদকে সেখানকার ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ এ্যান্ড নিউরো সায়েন্সেস হাসপাতালে ভর্তি করে।


হাসপাতাল কর্তৃপক্ষ ও মেঘালয় পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে মেঘালয়ের গালফ লিংক এলাকায় ঘোরাফেরার সময় সালাহ উদ্দিন আহমেদকে আটক করে পুলিশ। তখন তার চেহারা ছিল সম্পূর্ণ বিধ্বস্ত।

 সালাহ উদ্দিন পুলিশের জিপ দেখে ইতস্তত করে এদিক সেদিক জোরে হাঁটাহাঁটি শুরু করেন। এতে পুলিশের সন্দেহ হয়। পুলিশ ধারণা করে লোকটি হয়তো আত্মহত্যার চেষ্টা করছে। সেই ধারণা থেকেই সালাহ উদ্দিন আহমেদকে আটক করে জিজ্ঞাসাবাদ করে তারা। 


মেঘালয় পুলিশকে সালাহ উদ্দিন জানান, তিনি বাংলাদেশের বৃহত্তর দল বিএনপির যুগ্ম-মহাসচিব। তার স্ত্রী হাসিনা আহমেদও একজন নেত্রী। তখন পুলিশ তার কাছে বৈধ কাগজ দেখতে চাইলে সালাহ উদ্দিন তা দেখাতে ব্যর্থ হন। 

এর পর মেঘালয় পুলিশের জেরায় সালাহ উদ্দিন বার বার নিজের একই রাজনৈতিক পরিচয় দিতে থাকেন। একপর্যায়ে পুলিশ সালাহ উদ্দিন আহমেদকে মানসিক ভারসাম্যহীন ভেবে গ্রেফতার করে মেঘালয় ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ এ্যান্ড নিউরো সায়েন্সেস হাসপাতালে ভর্তি করে।


 হাসপাতালে ডাক্তারদের সালাহ উদ্দিন জানান, তিনি পাগল বা মানসিক রোগী নন। বাংলাদেশের বিএনপি নামের রাজনৈতিক দলের বড় একজন নেতা তিনি। এর পর হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে মঙ্গলবার সকালে ঢাকার বাসায় ফোন করে মেঘালয়ে অবস্থানের কথা জানান সালাহ উদ্দিন। 

মঙ্গলবার বিকেলে হাসপাতালের চিকিৎসকরা তাকে মানসিকভাবে সুস্থ ঘোষণা করেন। এর পর তাকে মেঘালয় সিভিল হাসপাতালে স্থানান্তর করা হয়। 


এদিকে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে ভারতের মেঘালয়ের শিলং থেকে সে দেশের পুলিশ আটক করেছে বলে স্থানীয় দ্য শিলং টাইমস পত্রিকা জানিয়েছে। ‘বাংলাদেশী ম্যান হেল্ড’ শিরোনামে প্রকাশিত খবরে পত্রিকাটি বলছে, 

সোমবার সকালে একজন বাংলাদেশীকে আটক করেছে পুলিশ। সালাহ উদ্দিন আহমেদ (৫৪) নামে ওই বাংলাদেশীকে শিলংয়ের গলফ লিংক নামক এলাকা থেকে আটক করা হয়েছে। 


পুলিশ তার ব্যাপারে তদন্ত করছে। এদিকে বাংলদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত পঙ্কজ শরণ জানান, সালাহ উদ্দিন আহমেদের সন্ধান পাওয়ার বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে।

 মঙ্গলবার দুপুরে সালাহ উদ্দিনের স্ত্রী হাসিনা আহমেদ জানান, মেঘালয়ের শিলংয়ে একটি হাসপাতালে চিকিৎসারত স্বামীর সঙ্গে তার কথা হয়েছে।

=>
=>

Tuesday, May 12, 2015

মৌসুমীর সঙ্গে নূসরাত ফারিয়া

দর্শকপ্রিয় মডেল ও উপস্থাপিকা নূসরাত ফারিয়া চলচ্চিত্রে অভিনয় করবেন এটা এরই মধ্যে জানা হয়ে গেছে সবার। 

তবে অভিনয়ে তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে তারই পাশে এসে দাঁড়ালেন প্রিয়দর্শিনী মৌসুমী। 


আবদুল আজিজ ও অশোক পতি পরিচালিত যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘প্রেমী ও প্রেমী’ চলচ্চিত্রে একটি গুরুত্বপূর্ণ অতিথি চরিত্রে অভিনয় করতে সম্মতি জানিয়েছেন মৌসুমী। 

‘জাজ মাল্টিমিডিয়া’ ও ‘এসকে মুভিজ’র ব্যানারে নির্মিতব্য এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য গত মা দিবসে রাতে গুলশানের একটি রেস্টেুরেন্টে চুক্তি স্বাক্ষর করেন মৌসুমী।


 এ প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘প্রেমী ও প্রেমী’ চলচ্চিত্রের গল্প পড়ে ভাল লেগেছে আমার। আমার চরিত্রটি ছোট হলেও খুব গুরুত্বপূর্ণ, তাই কাজটি করতে রাজি হয়েছি। জাজের সঙ্গে এটা আমার প্রথম কাজ।

 তাছাড়া আশা করছি ‘প্রেমী ও প্রেমী’ ভাল একটি চলচ্চিত্র হবে। তাই একটি ভাল চলচ্চিত্রের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখতেও চলচ্চিত্রটিতে কাজ করছি। পরিচালক জানান, মূলত ‘প্রেমী ও প্রেমী’র গল্পের শুরুটা মৌসুমীকে দিয়েই। 


নিজের প্রথম চলচ্চিত্রেই মৌসুমীর মতো একজন দর্শকপ্রিয় নায়িকার সঙ্গে কাজ করার সুযোগ পাওয়াকে নিজের মিডিয়া জীবনের সেরা অর্জন হিসেবে বিবেচনা করছেন নূসরাত ফারিয়া। তিনি বলেন, সত্যিই এটা আমার জন্য অনেক সৌভাগ্যের বিষয় যে মৌসুমী আপুর মতো 

এতবড় মাপের একজন নায়িকার সঙ্গে অভিনয় করার সুযোগ পাচ্ছি। ভাবতেই ভীষণ ভাল লাগছে যে, তার সঙ্গে একই চলচ্চিত্রে কাজ করব। 

আমার কেবলই মনে হচ্ছে বার বার যে আমি একজন শিক্ষকের সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছি যার কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ পাব আমি।


 পরিচালক আবদুল আজিজ জানান আসছে ১২ জুন থেকে স্কটল্যান্ডে টানা এক মাসেরও বেশি সময় নিয়ে চলচ্চিত্রটির শূটিং হবে। 

‘প্রেমী ও প্রেমী’র গল্প লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু ও পেলে। এদিকে মৌসুমী গত সপ্তাহে শেষ করেছেন ইউসুফ চৌধুরীর নির্দেশনায় বিশেষ টেলিফিল্ম ‘ভালবাসার বিশ বছর’।


 মৌসুমী এবং ওমর সানীর বিবাহিত জীবনের বিশ বছরের গল্প নিয়েই মূলত এর কাহিনী আবর্তিত। আসছে ঈদে এটি একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে।

=>
=>

এক জায়গায় সব বাংলাদেশী খবরের কাগজবাংলাদেশ  ভারত থেকে প্রায় সব বাংলাসংবাদপত্রইংরেজি সংবাদপত্রবাংলা ম্যাগাজিন,বাংলা এবং বাংলা সংবাদ সাইট....

.All Bangla Newspaper List -All is One Site